মার্চ,১৫,২০২২
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় পদ্মা সেতু তীরে নির্মিত হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচার উপর নির্মিত দেশের প্রথম ভাস্কর্য।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ বিআইডব্লিউটিএর উদ্যোগে এটি নির্মাণ করা হয়।ভাস্কর্যটি ঘিরে পদ্মা সেতু দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছাস। নতুন এই ভাস্কর্যটি উন্মোচনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনা আরও সমাদৃত হবে এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, বঙ্গবন্ধুর বইগুলো পড়তে নতুন প্রজন্ম যাতে আগ্রহী হয়ে সে লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছে।মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে গত রোববার বিকাল ৪টায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ভাস্কর্য ও বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলিসহ নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ভাস্কর্য এটি দেখতে প্রতিদন দর্শনার্থীদের পদ্মা সেতু তীরে আগমন।
www.bbcsangbad24.com