জুলাই, ৩০,২০২২
ফারহানা আক্তার,,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাঁচবিবি পৌর শাখার সংগ্রামী সাধারন সম্পাদক তরুণ উদীয়মান নেতা মোঃ মোসাইদ আল-আমিন সাদ বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে ডালিম মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন। এওয়ার্ডে ২,৪৫০’জন ভোটারের মধ্যে ১,৭৭২’জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে গত ২৭ জুলাই ভোট প্রদান করেন। এ ওয়ার্ডে মোট ৭’জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করলেও বয়সে সাদ সবার চেয়ে অনেক ছোট। ৬ জন প্রবীন প্রার্থী মিলে ১’হাজার ভোট পেলেও একমাত্র নবীন প্রার্থী হিসাবে মোসাইদ আল-আমিন সাদ একাই ৭২০ ভোট পেয়ে দৃষ্টান্তর স্থাপন করেন। একারনে অনেকেই বলছেন, প্রবীন প্রার্থীদের পিছনে ফেলে নবীন হিসাবে সাদ জয়লাভ করেছে। সাদের নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ছিলো মোঃ জাহিদ হাসান আকন্দ বাবু ব্রীজ মার্কায় ৩৯১ ভোট পায়। রির্বাচনে অংশগ্রহন করা অন্য প্রার্থীরা ছিলেন মোঃ রেজাউল আকন্দ পাঞ্জাবী মার্কা-২১৩, জয়নাল আবেদীন জিনু উটপাখি মার্কা-১২৬, রুহুল আমিন টেবিলল্যাম্প মার্কা-৮৬, কাওছার মন্ডল পানির বোতল-৫৫ ও আব্দুল কুদ্দুস বøাকবোর্ড মার্কায়-১৭৫ পেয়েছেন। পৌর নির্বাচন বিধিমতাবেক ভোট না পাওয়ায় এ ওয়ার্ডের ৫’জন কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ৯নং ওয়ার্ডে ১৭৭২’জন ভোট প্রদান করেন। মোসাইদ আল-আমিন সাদ ডালিম মার্কায় সর্বোচ্চ ৭২০ পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয় বলেও জানান তিনি।
www.bbcsangbad24.com