অক্টোবর,২৫,২০২২
ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের আভিযানিক দলের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে গত ২৩ অক্টোবর রবিবার রাত পৌনে ৯টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউপির উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিল ,মোবাইল -৬টি, সীম কার্ড -১০টি,লাইটার -৬টি,চাকু-৬টি, মানিব্যাগ-৩টি, মোটরসাইকেল-১টি,পাওয়ার ব্যাংক-১টি,এনআইডি কার্ড-৪টি,ক্রেডিট কার্ড-১টি, গাঁজা পুরিয়া-১টি, কলকি-৬টি, ও নগদ -১৭৮৭ টাকাসহ পেশাদার ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, জয়পুরহাট সদর থানার পুরানাপৈল গ্রামের মোঃ আব্দুল হামিদের পুত্র মোঃ সোহাগ(২৬), পাঁচবিবি উপজেলার চেচড়া গ্রামের মৃত রফিক জোয়ার্দ্দারের পুত্র মোঃ হিরা আহমেদ(২৬), একই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত শহিদুল সরদারের পুত্র মোঃ আব্দুর রহিম সরদার পাপ্পু (২৫), ও রসুলপুর ধোপা পাড়া গ্রামের মোঃ মহসিন মন্ডলের পুত্র মোঃ মনু মন্ডল (২৭)।
মেজর মোস্তফা জামান জানান, উক্ত ফেন্সিডিলগুলো আসামী মোঃ সোহাগ ধৃত অন্যান্য আসামীগণের সহায়তায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে সংগ্রহপূর্বক নিজেদের দখলে রেখে আশেপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ক্রয়-বিক্রয় করে আসছিল। র্যাব আজ সোমবারধৃত আসামীদের পাচবিবি থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিলে পুলিশ তাদের কোট হাজতে প্রেরণ করেছে।
www.bbcsangbad24.com