সেপ্টেবর,১৪,২০২২
ফারহানা আক্তার,, জয়পুরহাট প্রতিনিধি:
পাঁচবিবিতে পুলিশের অভিযানে ৫১০ লিটার চোলাইমদ সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়,গত ১৩ সেপ্টেম্বর দুপুরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর নির্দেশনায় এস,আই মোঃ নূর আমিন সঙ্গীয় ফোর্সসহ ধরঞ্জী ইউপির রায়পুর গ্রামে অভিযান চালিয়ে উক্ত (রায়পুর ) গ্রামের মৃত পিয়ারী সাদার পুত্র শ্রী যতনা সাদা(৬০), একই গ্রামের শ্রী রতন সাদা ওরফে রত্না সাদার পুত্র শ্রী রমেশ সাদা(২৮) ও শ্রী আকালু সাদা ওরফে ঝাপসার পুত্র শ্রী বিপ্লব সাদা (২১)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর তাদেরকে কোট হাজতে সোপর্দ করেছে পুলিশ।
www.bbcsangbad24.com