দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

পাঁচবিবি উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবার রহমান বঙ্গবন্ধু কৃষি পদকে ভূষিত

অক্টোবর, ১৬,২০২২

ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুবার রহমান “কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজ” এ অবদান রাখায় বঙ্গবন্ধু জাতীয় কষি পদক ভূষিত হয়েছেন। ১২ সেপ্টম্বর বুধবার সকালে কষি ম্ত্রনালয়র আয়াজন ঢাকার ওসমানী স্মতি মিলনায়তন প্রধান অথিতির হাত থেকে এ পুরুস্ার গ্রহণ করনে। বর্তমান তিঁনি রংপুর জলায় এডিশনাল ডপুটি ডাইরক্টর হিসাবে কর্মরত আছনে।
জানা যায়, প্রতি বাংলা বছর কষি সংশ্লিষ্ট ১০টি ক্যাটগরিত বঙ্গবন্ধু কষি পুস্কার বাের্ড অফ ট্রাস্টর সম্মিলিত যাচাই-বাচাইয়রে মাধ্যম পুস্কার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। সখান ১৪২৬ বাংলা বছর “কষি উনয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজ” এই ক্যাটেগরিতে উল্লেখযোগ্য অবদান রাখায় দিনাজপুর জেলার বিরল উপজেলার উপজেলা কৃষি অফিসার হিসেবে এ পুরুস্কার পান।
কৃষিবিদ মাহবুবার রহমান দিনাজপুরের বিরল উপজেলা কৃষি অফিসার হিসাবে কৃষক উদ্ধৃত্তকরণের মাধ্যমে বানিজ্যিক কষি তথা পরিবেশ সংরক্ষণ মূলক কাজে করে যাছেন। পাশাপাশি তার একক প্রচষ্টায় দিনাজুপরর বিরল লতিরাজ কচুর চাষ শুরু হয় এবং কষকরা প্রতি বিঘা জমিত ৪০/৪৫ হাজার টাকা উর্পাজন করেছেন। তিনি ব্যাগিং এর মাধ্যম আম ও কলা উৎপাদন, রাস্তার পাশ ৬হাজার ৫শটি তাল বীজ রাপণ, ৩ হাজার ছাত্র/ছাত্রীর মাঝ পুষ্টিবিষয়ক জনসচনতামূলক সভা , ৩ হাজার ৫শ লিচু উৎপাদনকারী ও ব্যবসায়ীকে নিরাপদ লিচু সরবরাহের পরামর্শমূলক সভা, লিচু বাগানে ৭ হাজার ৯শ মৌ বক্স স্থাপন, স্কোয়াসের চাষ বৃদ্ধি, বালাইনাশক স্প্রেম্যানদের সার্বিক ডোজ ও ব্যক্তিগত নিরাপত্তা সম্র্পকে ধারনা প্রদান, পাচিং এবং ভার্মিকম্পোষ্টসহ ইত্যাদি কাজ করেন।
কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছিলাখানা গ্রামের জন্ম গ্রহণ করেন। তিঁনি ১৯৯৩ সালে এসএসসি এবং পরবর্তিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃতিত্বের সাথে কৃষিতে অনার্স এবং মাস্টার ডিগ্রী অর্জন করে। এর পর প্রায় ২ বছর একটি ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে চাকুরী করেন। পরবর্তীতে ২৭তম বিসিএসে উত্তীর্ন হয়ে ২০০৮ সালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করেন।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.