ফেব্রুয়ারি ১৩, ২০২২,
যশোর প্রতিনিধি:
অদম্য মেধাবী তামান্না আক্তার নূরা। এক পায়ে লিখে এইচএসসি পরীক্ষাতেও পেয়েছেন জিপি-৫। পিইসি, জেএসসি ও এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন তামান্না।
মেধাবী এই শিক্ষার্থীর এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। জীবন সংগ্রামে নিজেকে শানিত করতে নানান প্রতিবন্ধকতা মোকাবিলা করে একাডেমিক শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অর্জন করেছেন সর্বোচ্চ ফলাফল।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করলে তামান্নার কৃতিত্ব প্রকাশ পায়। তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন। তামান্নার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তার বাবার নাম রওশন আলী। মায়ের নাম খাদিজা পারভীন শিল্পী। বাবা স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদরাসার (নন এমপিও) বিএসসির শিক্ষক। মা গৃহিণী। তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়।
তামান্নার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অনটনে সেটি এখন থেমে যাওয়ার উপক্রম। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও লিখেছেন তামান্না।
www.bbcsangbad24.com