জুন,১৬,২০২২
“সুলেখা আক্তার শান্তা”
হঠাৎ আগুনে ঝলসে বিবর্ণ, সুন্দরী চট্রলা।
বিস্ফোরণ কেড়ে নিলো অজস্র তাজা প্রাণ।
সীতাকুণ্ডের পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি
হৃদপিণ্ড বিদীর্ণ আর্তচিৎকার আহাজারি।
বিনা মেঘে বজ্রপাতে যেন বজ্রাহত জাতি।
অগ্নিকাণ্ড জীবন্ত মানুষকে করে দিলো নিঃশেষ।
সীতাকুন্ডের কান্নার রোল কাঁদছে সারাদেশ।
আগুনে ঝলসে নিঃশেষ তরতাজা প্রাণ।
স্তব্ধ মানুষ রুদ্ধ বাকশক্তি চেতনাহীন অসার।
বিস্ফোরণ অকালে কেড়ে নিলো তাজা প্রাণ
কত সংসারে নেমে এলো মুহূর্তেই অন্ধকার।
সভ্যতার প্রয়োজন সীমাহীন উন্নতি সমৃদ্ধি।
মূল্যহীন সব আয়োজন যদি না থাকে প্রাণ।
মানুষ ছাড়া সবকিছু তার অনর্থক ম্রিয়মাণ
দরকার তাই সতর্কতা দায়িত্বের অঙ্গীকার।
ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা হোক সমাধান।
যেকোন মূল্যে নিরাপদ হোক মানুষের প্রাণ।
www.bbcsangbad24.com