নভেম্বর ২৮, ২০২২,
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহতাবস্থায় পটুয়াখালী দশমিনার সাবেক সাংসদ ও বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন।
সোমবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।