দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

বাজিতপুরে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

অক্টোবর ২, ২০২২,

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে বিপুল পরিমাণ বিদেশি মদ (২৪৩ বোতল) সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া ৯ টায় উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর চেংগাহাটি (ঘোড়াউত্রা নদীর পাড়) এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্বে দেন বাজিতপুর থানার অফিসার ঈনচার্জ মো:শফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন-পাটুলি দাসপাড়া গ্রামের আলালের ছেলে বাধন ওরফে বাঘা,পাটুলি হুমাইপুরহাট সুজন মিয়ার ছেলে হৃদয় মিয়া।

এসময় অপর এক আসামী পালিয়ে যায়। পলাতক আসামী হলেন-রাহেলা গ্রামের এনামুল হকের ছেলে নিলয়।

এসময় তাদের কাছ থেকে ২৪৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো:শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ) /৪১ ধারায় মামলা রুজু হয়েছে।আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.