মে ২৯, ২০২৩,
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রাকিব নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসাপাতালে তিনি মারা যান। এদিকে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহতের ঘটনায় কলেজ শিক্ষার্থীরা রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।
পরে উপজেলা প্রশাসন ও থানা পুরিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি চালকের যথাযথ শাস্তির ব্যবস্থা করার আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেন।
নিহত করেজ ছাত্র রাকিব ডুলাহাজারা ইউনিয়নের বালুচর এলাকার মনছুর আলমের ছেলে ও ডুলাহাজার ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এর আগে শনিবার সকালে ডুলাহাজারা কলেজ গেট এলাকায় কক্সবাজারগামী একটি বাস মোটর সাইকেল আরোহী রাকিবকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা অবনতি হলে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত টার দিকে মারা যায়।
মারুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
www.bbcsangbad24.com