জুলাই,১৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে তখন বেগম খলেদা জিয়ার এ দলটি খুবই বিধ্বংসী হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার (১২ জুলাই) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন।
প্রসঙ্গত, বিএনপির সরকার পতনের আন্দোলনের একদফা কর্মসূচি ঘোষণা ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে ঘিরে বুধবার দিনভর উত্তাল ছিল দেশের রাজনীতি। এছাড়া বর্তমানে দেশে অবস্থান করছে মার্কিন ও ইইউ’র উচ্চ পর্যায়ের দুটি প্রতিনিধিদল। এমন পরিস্থিতিতে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীপুত্র।
সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ভুল সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে তখন বেগম খলেদা জিয়ার এ দলটি খুবই বিধ্বংসী হয়ে ওঠে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির মধ্যে এখন সে রকম লক্ষণই দেখতে পাচ্ছেন। নির্বাচন নিয়ে দলটির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট।
বিগত দুই নির্বাচনের ঘটনা টেনে তিনি লিখেছেন, এর আগে ২০১৪ সালের নির্বাচন বর্জনের নামে দলটি জ্বালাও-পোড়াওয়ের মধ্যদিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের আগুন-সন্ত্রাসের বলি হয়েছে কয়েকশ’ সাধারণ মানুষ। অন্যদিকে ২০১৮ সালে অংশ নিলেও নির্বাচনকে বানচাল এবং বিতর্কিত করার ষড়যন্ত্র বাস্তবায়নই ছিল তাদের প্রধান লক্ষ্য।
www.bbcsangbad24.com