দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চাঁদপুরে সড়ক দুঘর্টনায় চালকসহ নিহত ৫

ফেব্রুয়ারী,২৩,২০২২

কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ-

একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফেরার পথে চাঁদপুরের শাহরাস্থিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে চালকসহ ৫ আরোহী যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিতোষী-হাসনাবাদ সড়কের পূর্ব নরহ গ্রামে রাতে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়। এ সময় পিছনে থাকা একটি মোটর সাইকেল চালক ঘটনাটি দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে পার্শ্ববতী বাড়ীর লোকজন ছুটে আসে। মসজিদে গিয়ে মাইকিং করলে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে ৫জনের মৃত দেহ উদ্ধার করে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে (বাঁক) পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন-কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের পুত্র মোঃ শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার পুত্র রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের পুত্র নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের পুত্র সাগর হোসেন (২৪)।
শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, নিহতেরা প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিলো। নিহতের স্বজনরা জানিয়েছেন তারা
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) মোঃ শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.