ফেব্রুয়ারী,১৩,২০২৩
লাইলী রহমান,ব্রাহ্মণবাড়িয়া থেকে
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামাল পাটোয়ারি (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলা মনিয়ন্দ ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিয়ন্দ চেয়ারম্যান অফিসের সামনে রাস্তা থেকে তাকে আটক করে পুলিশ।
আটকৃত ব্যক্তি জেলার নবীনগরের শিবপুর এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার (১৩ ফেব্রুয়ারি) আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতের বিরুদ্ধে পূর্বে ও একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
www.bbcsangbad24.com