আগস্ট,২১,২০২২
লাইলী রহমান,ব্রাহ্মণবাড়িয়া থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কালামুড়ীয়া গ্রামের শিশু মিয়ার পুত্র চোরা সবুজের অত্যাচারে দিশেহারা পুরো কসবা থানার বাসিন্দারা । যার নামে কসবা থানায় রয়েছে বেশ কয়েকটি চুরির মামলা । কসবা থানা কর্তৃপক্ষ চোরা সবুজের জন্য অতিষ্ঠ । আর সেই চোরা সবুজের বাড়িতেই কুমিল্লা জোনের হাইওয়ে মিরপুর ফাঁড়ির প্রায় সকল পুলিশ সদস্য সবুজের ছেলের সুন্নতে খাতনার দাওয়াতে উপস্থিত । যে বিষয়টি এলাকায় খুবই চাঞ্চলের সৃষ্টি করেছে । যে চোরা সবুজকে কসবা থানা ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ( পিপিএম ) তাকে ধরার জন্য প্রয়োজনে পায়ে গুলি করে ধরার অর্ডার দিয়েছিলেন । গত ১৮ই অগাস্ট চোরা সবুজের ছেলে তানভীর ( ১২ ) সুন্নতে খাতনার দাওয়াতের আয়োজন করা হয় । এই দাওয়াতে অংশ নিতে মিরপুর হাইওয়ে ফাঁড়ি সকল পুলিশ তার বাড়িতে হাজির হয় । একজন চিহ্নিত চোরের বাড়িতে কি করে পুলিশ এসে দাওয়াত খাওয়ার আয়োজনে অংশগ্রহণ করেন তা নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে । এ বিষয়ে মিরপুর হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের সাথে ফোনে জানতে চাইলে তিনি জানান দাওয়াতে যাওয়ার বিষয়টি আমার জানা নেই । যদি কেউ যায় তাহলে আমার অজান্তে গিয়েছে । একজন চিহ্নিত অপরাধী বাড়িতে যাওয়া ঠিক নয় ।বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
www.bbcsangbad24.com