ফেব্রুয়ারী,১৫,২০২২
“মো: আশরাফ উল ইসলাম”
শিমুল পলাশের রঙ্গে রাঙ্গিয়ে জীবন
গোলাপের সুভাষ নিয়ে ভরবে এ মন,
রক্ত জবা আর গাঁদা ফুলে গাঁথব মালা
শিউলী বকুল তুলে ভরব ডালা
ডিঙ্গি ভাসিয়ে যাব শাপলার বিলে
যদি সাথে যাও তুলব দুজনে মিলে।
সূর্যমূখী আর সর্ষের ক্ষেতে
উঠব সবাই আনন্দেতে মেতে
গন্ধরাজ,রজনীগন্ধা,টগর আর বেলী
হাস্নাহেনা ,কঁনকচাপা কি করে ফেলি
ফুুলের প্রতি আছে যত ভালবাসা
বসন্তবাতাসে রক্তিম সম্ভারে জাগবে আশা।
www.bbcsangbad24.com