জুলাই,২৪,২০২২
স্টাফ রিপোর্টার, চাঁদপুর।
চাঁদপুরের মতলব দঃ উপজেলার নবম ধাপে ২৭ই জুলাই অনুষ্ঠিত ৩ নং খাদেরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর এই শান্তি প্রিয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত সন্ত্রাসী দিয়ে কেন্দ্র দখলের পায়তারা নিরসনের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল হোসেন হাওলাদার জেলা নির্বাচন অফিসে। ২৪ই জুলায় জেলা নির্বাচন অফিসে আবেদনের সূত্রে আরো জানা যায়, সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের একান্ত বিশ্বস্ত লোক (বি আর ডিপি, মতলব) চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন এর অধিনস্ত উপজেলা সমবায় অফিসার মোখলেছুর রহমান ও মোঃ হেলাল, ফারুক আকন্দ, সহকারি পল্লি উন্নয়ন কর্মকর্তাগনকে দিয়ে বিভিন্ন ভাবে ষড়জন্ত্রে লিপ্ত রয়েছে। অপ প্রচার চালিয়ে যাচ্ছে যে, ঘোড়া মার্কায় ভোট দিয়ে লাভ নেই, সব ভোট নৌকা মার্কায় চলে যাবে। এছাড়া নারায়নপুর, লামছরী ও মাছুয়াখাল এ তিনটি কেন্দ্র অত্যন্ত ঝুকিপূর্ন স্বতন্ত্র প্রার্থির অভিযোগ রয়েছে। সুষ্ঠ নির্বাচনের সার্থে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন হাওলাদার সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইন শৃজ্ঞখলা বাহিনির সু দৃষ্টি কামনা করেছেন।
www.bbcsangbad24.com