নভেম্বর,০৮,২০২২
খোকন সরকার,মতলব দক্ষিন (চাঁদপুর)
৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার সময় মতলব দক্ষিণ উপজেলার ৪ নং নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গাজী বাড়ির বাচ্ছু গাজীর ছোট ছেলে জুবায়েরকে পিটিয়ে হত্যা করেছে পাশের গ্রাম লক্ষীপুর গ্রামের মুন্সীবাড়ির সামাদ মুন্সীর ছেলে লিটন মুন্সী বলে ভিকটিম বাচ্ছু গাজী জানান।আমার ছেলে পুর্ব শুত্রুতার জের ধরে লিটন পিটিয়ে হত্যা করেছেন।
এ ঘটনায় ঘটনাস্থল আসেন মতসব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নারায়ন ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল তালুকদার। পরে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মতলব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা দায়ের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
www.bbcsangbad24.com