জুন,১২,২০২২
“ইলোরা_সোমা”
আনমনা মন আমার
ভাবছিলাম ভাববার মতো করে
তখন চার পাশেতে ছড়িয়ে পরে আলো
মৃদুমন্দ বাতাস বইছে চারিপাসে
এই বুঝি ভোর হয়ে এলো।
আমিও কি যেন ভাবছি আমার
মতো চারপাশটা নিয়ে মনে হয়
আছো কি কেউ আসপাশে?
পারোকি শুদ্ধ সঠিক পথ দেখাতে
এখনো সে পথের অপেক্ষায় আছি বসে,
আর যদি না কভু আসি ফিরে।
পারোকি সে পথ দেখাতে
আর যদি না কভু আসি হেথায়,
যেথায় নদীর ঢেউয়ে ধবল ফেনা উঠে।
আনমনা হয়ে ভাবছি
আর যদি না শুনি পাখির গান,
আর মনে পরছে যত স্বজনের কথা
বাদলের চন্চল কথায় প্রাণ করে আনচান।
মনে হালকা ভীরু ভয় জাগে তাই
আমিও তাই অবেলায় ভাবছি আনমনে,
এখন সন্ধে হল, পাখিরা যার যায় নীরে
অস্তাচলে লালিমার হাতছানি।
মনে হয় অনেক বড় কবি হয়ে
যেতাম যদি এখানে এসময়,
কত কবিতাই না জানি লিখতাম
তখন মসজিদ হতে ভেসে এল আযান।
সকালের প্রহরে নাকি সব কিছু চাইলে
পাওয়া যায় আমিও চাইবো আজ,
ঘরে তখন একলা বসে ভাবছি শুধু ভাবছি
অকারনে কত ভাবনা আসে মাথাভরে
ভাবনারা আসলেই জাল বনে আনমনে।
www.bbcsangbad24.com