দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মসজিদের পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা

অক্টোবর,১৫,২০২২

এম এন এ আজাদ,নারায়নগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার হাজীপুর বড় জামে মসজিদ পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজের খবর পাওয়া গেছে।
এলাকাবাসী জানান: মসজিদ কমিটির সভাপতি বাবুল মিয়া হঠাৎ সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপরই নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দেয়।
তথ্য সূত্রে জানা যায়: হাজীপুর বড় জামে মসজিদ কমিটির সভাপতি বাবুল মিয়া দির্ঘ ৭ বছর যাবৎ হাজীপুর বড় জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। মসজিদ কমিটির সাথে কোন প্রকার আলোচনা না করেই হঠাৎ গত শুক্রবার তিনি মসজিদে দাঁড়িয়ে ব্যাক্তিগত সমস্যার কথা জানিয়ে সভাপতি পদ থেকে পদত্যাগ করে। এরপর থেকেই নতুন পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে মত বিরোধ ও উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
হাজীপুর এলাকাবাসী আরো জানান, মসজিদের পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে যে কোন সময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়ে জান-মালের ব্যাপক ক্ষতি সাধনের আশংকা করা হচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য এলাকার শান্তিপ্রিয় সাধারন জনগন বন্দর উপজেলা নিবার্হী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা ও বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.