অক্টোবর,১০,২০২২
আবু হানিফ রানা:
হোসেন্দী ইউনিয়নের উপ- নির্বাচনের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক হাজী মো: মাহবুব আহম্মেদের একটি একান্ত সাক্ষাৎকার এ তাহার অভিমত তুলে ধরেন।
মাহবুব আহম্মেদ: কেমন আছেন পাশের বাড়ির মানুষটি? এমন প্রশ্ন করার মতো সময়ও আমাদের নেই। ক্রমেই আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি, এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। আমাদের চিন্তার পরিবর্তর জরুরি।
মাহবুব আহম্মেদ: একটি কথা মনে রাখা ভালো- সমাজ নিয়ে ভাবনার বয়স লাগে না, প্রয়োজন চিন্তা ও মানসিকতা। শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকলে সমাজের কোন পরির্তন আসবে না। ভাবতে হবে চারপাশের মানুষ নিয়ে। পরিবর্তন ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যখন সমাজের পরিবর্তন হয়, তখন কুসংস্কার সমাজ থেকে দূরিভূত হয়। শিক্ষা, সেবা, কমর্সংস্থান ও উন্নয়ন নিয়ে যখন ভাবেন কেউ তখন সমাজ আদি সমাজ ব্যবস্থার কুসংস্কার ছেড়ে নতুন সত্য, সুন্দর ও পরিচ্ছন্ন সংস্কারমূলক সমাজ সৃষ্টির পথ আলোকিত হয়। সকল পরিবর্তনের জন্য প্রথমে প্রয়োজন তারুণ্য। যখন আত্মকেন্দ্রিক মনোভাব পুরো সমাজের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে, তখনই কিছু তরুণ কল্যাণমুখী কাজে নিয়োজিত করছেন, সমাজ, দেশ ও রাজনীতির ইতিবাচক পরিবর্তন করার জন্য অদম্য চেষ্টা করে যাচ্ছেন।
মাহবুব আহম্মেদ এর জন্ম মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে সম্ভ্রান্ত এক পরিবারে। তিনি নিঃস্বার্থভাবে সামাজিক দায়িত্ববোধ থেকে আশপাশের মানুষদের জন্য কিছু করতে সচেষ্ট হন। এমন মনোভাব নিয়েই আসন্ন হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন। তিনি ইউনিয়নের সামাজিক বৈষম্য কমিয়ে এনে উন্নয়নের জন্য কাজ করছে। হাজী মো: মাহবুব আহম্মেদ আত্মকেন্দ্রিক না থেকে সমাজ কিংবা ইউনিয়নবাসীর জন্য সমৃদ্ধি বয়ে আনার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
আপনার স্বপ্ন সম্পর্কে জানতে চাইঃ
হাজী মো: মাহবুব আহম্মেদ :আমাদের সমাজের দিকে তাকালে প্রতিনিয়ত আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বৈষম্য, যা অতি দুঃখের হলেও সত্য। আজকের আধুনিক বিশ্বের ছোঁয়া সত্ত্বেও আমরা সেকালের সমাজ ব্যবস্থা হতে বেরিয়ে আসতে পারিনি। প্রাচীন সমাজ ব্যবস্থার কুসংস্কার, বৈষম্য ও অবমূল্যায়ন আমাদেরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। শ্রেণি বৈষম্যের দিকে তাকালে দেখা যায় সমাজের একটি গরিব লোক শিক্ষিত, মেধাবী এবং নেতৃত্ব দেবার মত যোগ্যতা রাখলেও আমাদের গনতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই লোকটিকে সুযোগ না দিয়ে তাকে অবমূল্যায়ন করে পিছনে ফেলে রাখে যা আমাদের জাতিকে অন্ধকারে ঠেলে দেয়। পক্ষান্তরে, একজন সম্পদশালী ব্যাক্তি মেধা ও নেতৃত্বের যোগ্যতা না থাকা সত্ত্বেও সমাজ তাকে নেতৃত্বের ভার দেয় যা আমাদের সমাজ ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। এই সমাজ নিয়ে আমাদেরই ভাবতে হবে। স্বপ্ন দেখতে হবে সমাজ নিয়ে।
এছাড়া নারী পুরুষের বৈষম্য, জাতিগত বৈষম্যসহ নানান স্তর ও মাত্রার বৈষম্যে ছেঁয়ে গেছে আমাদের সমাজ। তাই আমি এই আধুনিকতার যুগে দাঁড়িয়ে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে, আসুন আমরা সকলের কাঁধে কাঁধ মিলিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এমন একটি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার করি যে, সমাজ আমাদের নিয়ে যাবে উন্নতির চরম শিখরে।
সমাজের পরিবর্তন কিভাবে আসতে পারে?
মানবতাবোধই পারে সমাজের রূপ বদলে দিতে, তাই আমাদের সবার মধ্যে মানবতাবোধ জাগাতে হবে। মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে। দারিদ্রবিমোচনে এগিয়ে আসতে হবে। অসহায়ের পাশে দাঁড়াতে হবে। চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে থেকে তাকে সেবার হাত বাড়িয়ে দিতে একজন মানুষ সঠিক শিক্ষাগ্রহণকারীকে আরো প্রেরণা দিতে হবে। এটাই হবে সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার, আমি চাই আমার সর্বাস্থ দিয়ে এভাবেই ইউনিয়নবাসীর পাশে থাকতে।
মানুষের পাশে কিভাবে দাঁড়াতে চান?
মাহবুব আহম্মেদ: আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। এখানে গুরুত্ব পায় ইচ্ছা এবং কাজ করার স্পৃহা। যেখানে থাকি যেভাবেই থাকি যে পেশায়ই থাকি মানুষের পাশে থেকে কাজ করতে চাই সবসময়। আমি যা করি গরীব দুঃখী মানুষদের ভালোবেসেই করি। আমি মানুষের সেবায় কাজ করে আমি আনন্দ পাই। সেজন্য বর্তমান হোসেন্দী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন রুপান্তরিত করতে চাই সকলকে সাথে নিয়ে। বহু আগে থেকে এই ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণমূলক কাজ করে যাচ্ছি।একটি সুখী ও সমৃদ্ধ ই্উনিয়ন বিনির্মানে সরকারকে সাহায্য করতে চাই।
দেশের রাজনীতি আপনি কিভাবে দেখছেন?
জাতির জনক বঙ্গবন্ধর সুযোগ্য কন্যা, দেশমাতা শেখ হাসিনার অধীনে স্বাধীনতার ৫১ বছর পরে দেশ আজ অনেকদূর এগিয়েছে এটা এক নির্মোহ সত্য। এমনকি বিরোধীরাও আজ একথা স্বীকার করতে বাধ্য। শিক্ষা,স্বাস্থ্য, কৃষি,প্রযুক্তি সহ সকল খাতে, জিডিপি বৃদ্ধি, প্রবৃদ্ধি, মাথাপিছু আয় ঈর্ষণীয়।
দেশ নিয়ে আপনার ভাবনা কি?
মাহবুব আহম্মেদ: আমি যদি আসন্ন হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাজী মো: আক্তার হোসেনের সকল সমাপ্ত রেখে যাওয়া কাজগুলো সম্পুর্ণ করব ইনশাল্লাহ। যদি উদ্দর্তন প্রশাসন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেন তাহলে আল্লাহ তায়লার রহমতে নির্বাচিত জনগনের ভোটাধিকারের মাধ্যমে।
www.bbcsangbad24.com