জুলাই,০৪,২০২২
“ইলোরা_সোমা”
মা কথারা নয়তো সহজ
মা মোদের নয়ন মনি
তাইতো মোদের মায়ের কথা
মায়ের চলা থাকবে চিরদিন,
সুখ দুঃখের সঙ্গীসাথী রইবে অমলিন।
মনের মাঝে জায়গা তোমার
থাকবে চিরকাল যেথায়
মোরা যাই না কেন?
ভুলছি না ক্ষণকাল মাগো তোমায়।
তোমার আশীষ মাথায় নিয়ে
চলেছি বিশ্বমাঝে,
জগতে তোমার মত খোঁজার মানুষ
নেই যে সন্ধ্যাসাঁঝে তুমি মা আমার মা।
যেথায় তুমি থাকো আছো মাগো?
থাকো সদা ভালো,
তোমার বাছা কাঁদছে সদাই
জ্বালিয়ে প্রাণের আলো।
তুমি আমার মা রব মোর
শিরায় উপশিরায় তোমার
জতন তোমার আদর করি
সর্বক্ষণ অনুভব তুমি আমার মা।
www.bbcsangbad24.com