সেপ্টেম্বর,১৬,২০২২
“সেলিনা জাহান প্রিয়া”
আমি নিঃশব্দ কোন কবিতার গল্প নই এই জীবনে মঞ্চে
সবগুলো ঋতুর মতো আমিও বদল হয়ে যাই সময়ে সময়ে –
তুমুল আড্ডায় মুখরিত করি চারপাশ কে নিজের মতো করে
আমার প্রতিটি বিকেল রঙ চায়ের সাথেই ভাবনার মেঘ জমে
আমি উড়ে উড়ে নিজের মতোই পথ খুঁজে নেই ঠিকানাহীন পথে ।।
আমি ব্যথিত নই তোমাদের কাঁদা ছিটানো রঙে দুনিয়ায়
বুকে লুকানো আর্তনাদ আমি জ্বালিয়েছি অপেক্ষায় প্রহরে
অবলীলায় চাপা দিতে পারি তোমাদের ছলনার পাপ্য হিসাব
অট্টহাসির নিচে কত ঘুম স্বপ্ন যায় ভেসে অবাক চোখের জলে
আমার আঁখি কেবলেই নিঃশ্বাসের হিসাব করে নীবির জিকিরে ।।
আমি নিশ্চুপ নই,আমি স্বপ্নহীন নই, পথ হারা নই এই জীবনে
নিদারুণ নিঃস্তব্ধতার শব্দ দিয়ে আমিও গাঁথতে পারি জীবন কাব্য
মিথ্যে মায়ার মিহিন সুতায় তোমার সব প্রশ্নের উত্তর দিতে চাই
কিন্তু আমিও স্বপ্ন বুনতে ভুলে গেছে জীবন পথে হাঁটতে হাঁটতে
তাই আমি বেঁচে আছি এটাই চিরন্ত সত্য বাকী সব মিথ্যে মায়া কাব্য ।।
www.bbcsangbad24.com