অক্টোবর,০৯,২০২২
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জ শহরের লিচতলা সুন্নী জামে মসজিদের সামনে ৯ অক্টোবর সকাল ১০ টার সময় জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে এক বিশাল জশনে জুলুশ ও সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারো রবউল আউয়াল মুসলমানদের এক মহা আনন্দের দিন।প্রতি বছরের ন্যায় এবছর ও দক্ষিণ কোটগাও এলাকা থেকে এই বিশাল রেলীটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে।
পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এতে জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এডভোকেট মজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,দক্ষিণ কোটগাও সুন্নী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আফজাল হোসেন মিয়াজী,সাধারণ মোঃ খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল প্রমূখ।
www.bbcsangbad24.com