মার্চ,০২,২০২২
নিজস্ব প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে মুন্সিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ মার্চ পুলিশ লাইনে কর্তব্যরত অবস্থায় মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সদস্যদের প্রতি তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আব্দুল মোমেন। এরপর জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে শহীদ হওয়া পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সদস্যরাসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( হেড কোয়ার্টার ) মো আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিনহাজ উল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
www.bbcsangbad24.com