মে,৩১,২০২৩
আবু হানিফ রানা:
বাংলাদেশ মৎস্য আইনে নৌপুলিশের দায়েরকুত মামলায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।।
বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার মুক্তারপুরস্থ গোসাইবাগ এলাকা হতে তাকে আটক করে সদর থানা পুলিশ। মহিউদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাইয়ের ছোট ভাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বিবিসি সংবাদকে বলেন, নৌপুলিশের দায়েরকৃত একটি মামলার তদন্তের দায়িত্ব ছিল আমাদের। ওই মামলায় মহিউদ্দিন আহমেদকে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওই মামলা ছাড়াও মারামারি, পুলিশ নির্যাতনসহ আরও অনেক মামলা রয়েছে।
মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ আব্দুস সোবহান বিবিসি সংবাদকে বলেন, গত ২১ মে গোসাইবাগ এলাকায় মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে ৩ কোটি ১১ লাখ মিটার কারেন্টজালসহ নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানের সময় পালিয় যান বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ। কারেন্টজাল উৎপাদনে জড়িত থাকায় মৎস্য আইনে মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
www.bbcsangbad24.com