জুন, ১২,২০২৩
লৌহজং প্রতিনিধি
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়েছে।কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ জুন) আনুমানিক সময় দুপুর ২.৩০ এর দিকে লৌহজং উপজেলার খান বাড়ি মোড় সংলগ্ন এরিয়াতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক তল্লাশী করে ৩২টি ড্রাম থেকে আনুমাণিক ৫০,০০০০০ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
পরবর্তীতে অবৈধ চিংড়ির রেনু পোনা লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদার এর উপস্থিতিতে চিংড়ির রেনু পোনা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
www.bbcsangbad24.com