ডিসেম্বর,০৫,২০২২
আব্দুল আল মামুন,স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচের ৪ ডিসেম্বরের খেলায় বাংলাদেশ পুলিশকে ৪-১ গোলে হারিয়ে ঢাকা আবহানি তৃতীয় স্থান অর্জন করেন।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করেন আবহানির খেলোয়াড় মোহাম্মদ ইউসুফ পরে উক্ত দলকে ট্রফি এবং মেডেল তুলে দেন সম্মানিত অতিথি বৃন্ধদয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল আল মামুন বিপিএম,পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, সহ-সভাপতি জেলা ফুটবল এসোসিয়েশন এবং মুন্সিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সদস্য হাজী জালাল উদ্দিন রুমি রাজন।
এ সময় তিনি বলেন সবাইকে খেলাধুলায় মনোভাবি হতে হবে এরকম খেলাধুলার আয়োজন সবসময় করার আহবান করেন।
www.bbcsangbad24.com