অক্টোবর,০২,২০২২
গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নে আসছে আগামী ২ নভেম্বর ২০২২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপনির্বাচন ইভিএম প্রক্রিয়ায় হওয়ার সংবাদে হোসেন্দীবাসী নারী পুরুষ এলাকাবাসীর মধ্যে আনন্দ ভাব বিরাজ করছে ।
গতকাল হোসেনদি ইউনিয়ন হোসেন্দী গ্রাম, ভবানীপুর, নতুন চর ও এলাকা ঘুরে নানা শ্রেণী ও পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় ইউপি নির্বাচনে গজারিয়ার ইতিহাসে এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এলাকাবাসী নারী-পুরুষ ভোটারদের অভিমত বিগত একাধিক ইউপি নির্বাচনে দলীয় প্রভাব, প্রার্থীর পেশীশক্তির প্রভাবে নিজ নিজ ভোটাধিকার থেকে ভোটাররা বঞ্চিত ছিলেন । আগামী ২ নভেম্বর হোসেন্দী ইউনিয়নের সকল ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জেনে ভোটারদের মধ্যে আনন্দ ও উৎফুল্ল ভাব কাজ করছে । স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মাহবুব হোসেনের ভাই শাহাপরান
আমার সংবাদকে জানান হোসেন্দী ইউনিয়ন উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জেনে হোসেন্দীর ভোটার গণ আনন্দে উৎফুল্ল । জনগণের আস্থা অর্জনে ভোটারদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেয়ার জন্য ইভিএম পদ্ধতি যুগ উপযোগী ।
নির্বাচনী গেজেট প্রকাশের পর থেকেই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র পদপ্রার্থী হাজী মো: মাহবুব আহমেদ এবং সরকার দলীয় মনোনীত সম্ভাব্য নৌকা প্রতীক প্রার্থী সাবেক দুই দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মমিনুল হক মিঠু প্রচার-প্রচারণায় দিন দিন বেড়ে চলছে।
www.bbcsangbad24.com