জুলাই,০১,২০২২
তুষার আহাম্মেদ,মুন্সীগঞ্জ:
দিনে-দিনে মুন্সীগঞ্জের মাটিতে ফেনসিডিল সেবনের ব্যবহার বেড়েই চলছে। ১ বোতল ফেনসিডিল ২৫০০/ থেকে ৩০০০/ হাজার টাকায় বিক্রি হচ্ছে মুন্সীগঞ্জের মাটিতে।
শ্রীনগরে ডিবি পুলিশের বিশেষ এক অভিযানে ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ নাজমুল শেখ ওরফে আশিক (২৮)। তার হেফাজত থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৩০ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর উপজেলার চকবাজার এলাকায় অভিযান চালায় মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের সদস্যরা।
অভিযানে চকবাজার এলাকা থেকে মোঃ নাজমুল শেখ ওরফে আশিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি শ্রীনগর উপজেলার পাটভোগ ইউনিয়নের শেখ মোহাম্মদ আলীর পুত্র।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আসামি একজন ফেন্সিডিল ব্যবসায়ী। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
www.bbcsangbad24.com