দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুজন নিহত

মে,২৭,২০২৩
তুষার আহাম্মেদ –
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।
শনিবার(২৭ মে) দুপুর ২টার দিকে  উপজেলায় কুসুমপুর লেবুতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন লৌহজং উপজেলার কনকশার বটতলা গ্রামের শাজাহানের ছেলে কাউসার ও একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ৯৯৯ এর ফোন কলের মাধ্যমে বজ্রপাতে ২জন নিহতের সংবাদ পায়। ঘটনাস্থলে পুলিশের অফিসার ও ফোর্স পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে নিহত দুজনেই লৌহজং উপজেলার কনকসার  বটতলা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে জুম্মন সরদার পেশায় অটোচালক এবং কাউসার মাছ ব্যবসায়ী।
উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরবর্তীতে তাদের পরিবারের লোকজন আসলে যাচাই করে তাদের কাছে লাশ হস্তান্তর করেছি।
www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.