মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার খাল থেকে অবৈধভাবে মাটি কেটে খালের অপর অংশ ভরাটের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। (৯ ফেব্রোয়ারী) বুধবার দুপুরে সদর উপজেলার বাংলাবাজার সংলগ্ন গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
নির্বাহী কর্মকর্তা জানান,স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বাংলাবাজার সেতু সংলগ্ন খাল থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। সে মাটি দিয়ে খালের অন্য অংশ ভরাট করা হচ্ছে।
পরে, দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার রাজ্জাক মিজির ছেলে মো.সফি মিজি (৫০) কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আরো জানান, অভিযুক্তদের কাছ থেকে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার মুচলেকা নেওয়া হয়েছে।