জানুয়ারী,০৭,২০২৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শনিবার ( ৭ জানুয়ারী) সকাল হতে মুন্সীগঞ্জের আকাশ জুড়ে ঘন কুয়াশা আর শীতে নাকাল অবস্থা। এর মধ্যে শ্রমিকের সাথে কোঁদাল হাতে নিয়ে রাস্তা সংস্কার কাজে নেমে পরেন টঙ্গীবাড়ি উপজেলার পাচঁগাওঁ এলাকার বিশিস্ট সমাজসেবক মিজানুর রহমান মোল্লা। এর আগে পদ্মা নদীর চরাঞ্চলের পরিত্যাক্ত জমি হতে নিজ অর্থায়নে মাটি কিনে ট্রলার ঘাটে এনে পরে ট্রলার ঘাট হতে ওই মাটি ট্রলীতে ভরে এনে শ্রমিকের সাথে রাস্তা সংস্কার কাজে নেমে পরেন তিনি।
শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত ২০জন শ্রমিকের সাথে নিজে কাজ করে সংস্কার করে দেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাচঁগাওঁ বাজার হতে চাঠাতিপাড়া গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাচাঁ রাস্তাটি। এর আগেও তিনি পাচঁগাওঁ-ঝিনাইসার সংযোগ সড়ক, পাচঁগাওঁ প্রাথমিক বিদ্যালয় হতে-হাসপাতাল পযন্ত সড়ক, কলমা হতে পাঁচগাওঁ পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ, দশত্তর চিত্রকড়া এলাকার কয়েকটি সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছেন।
জানাগেছে, পাচঁগাওঁ বাজার হতে চাঠাতিপাড়া গ্রাম পর্যন্ত কাচাঁ রাস্তাটি গত কয়েকবছর যাবৎ সংস্কার না করায় এ রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পরে। এছাড়া এ রাস্তার পাচঁগাওঁ বাজার সংগøগ্ন একমাত্র ব্রিজটির দু-পাশের মাটি ধ্বসে গিয়ে ব্রীজের উপর দিয়ে যান-চলাচল করতে খুব কষ্টকর হয়ে পরেছিল। ফলে পাচঁগাওঁ বাজার হতে পন্য পরিবহন করতে চাঠাতি পাড়া গ্রাম ও পাচঁগাওঁ গ্রামের উত্তরাংশের লোকজনসহ আশে-পাশের মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। ভোগান্তিতে পরেছিল এ পথে যাতায়াতকারী কয়েক হাজার মানুষ ।
চাঠাতি পাড়া গ্রামের কতিপয় ব্যাক্তি বলেন, আমরা আমাদের গ্রামের পাশের পাচঁগাওঁ বাজার হতে সব সময় হাট বাজার করে থাকি। এছাড়া গ্রামের কেউ অসুস্থ হলে আমরা পাচঁগাওঁ বাজারে প্রথমে ডাক্তার দেখাতে নিয়ে যাই। কিন্তু আমাদের গ্রাম হতে পাচঁগাও বাজারে যাতায়াতের একমাত্র রাস্তাটির মধ্যে অনেক বড় বড় গর্ত হয়ে থাকায় আমরা এ রাস্তায় গাড়ি দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারছিলাম না। তাছাড়া গ্রামের কেউ অসুস্থ হলে ডাক্তার দেখাতে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। এখোন রাস্তাটি ঠিক করায় আমাদের দির্ঘদিনের কষ্ট দুর হলো।
এ ব্যাপারে পাচঁগাওঁ বাজারের ব্যাবসায়ী নুরু বেপারী বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে আমাকে দোকানে যেতে হয়। একটু বৃষ্টি হলে এ রাস্তাটির মধ্যে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে পুরো রাস্তাটি কাদাঁ হয়ে যায়। হেটে যেতেও খুব কষ্ট হতো। এছাড়া এ রাস্তায় আগে অটোসহ অন্যান্য যানবাহন চললেও গতবছর হতে যানবাহন চালাতে খুব কষ্ট হচ্ছিল। এখোন রাস্তাটি মিজান মোল্লা ঠিক করে দেওয়ায় আমরা ঠিকমতো যাতায়াত করতে পারবো।
এ ব্যাপারে রাস্তা সংস্কারকারী মিজানুর রহমান মোল্লা বলেন, রাস্তাটিতে গর্ত হয়ে অনেকদিন যাবৎ পরে ছিল। এ রাস্তায় ঠিকমতো গাড়ি চলাচল করতে পারছিল না। ফলে পাচঁগাও বাজার হতে পন্য আনা নেওয়া করতে মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই প্রথমে ট্রলার দিয়ে নদীপথে মাটি এনে পরে নদীঘাট হতে ট্রলি দিয়ে মাটি তুলে এনে আমি নিজে উপস্থিত থেকে রাস্তাটি সংস্কার করে দিলাম যাতে মানুষ পন্য নিয়ে এ পথে যাতায়ত করতে যাতে কষ্ট পেতে না হয়।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ রাশেদুজ্জামান বিবিসি সংবাদকে বলেন, আমার উপজেলায় এতে খারাপ রাস্তা আছে আগে আমার জানা ছিলনা। তারপরেও যদি কেউ নিজ উদেগ্যে এ ধরনের মহৎ কাজ করে থাকে তাহলে অবশ্যই সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি বিষয়টি খোজঁ নিয়ে দেখছি।
www.bbcsangbad24.com