দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দ্বিতীয় দফা হামলা,সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে দুটি মোটরসাইকেল!

মার্চ,১৭,২০২২

তুষার আহম্মেদ,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের চরাঞ্চলের জমি সক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৬ জন আহত হওয়ার ঘটনায় রক্ত শুকাতে না শুকাতেই মুহুুমুহু ককটেল বিস্ফোরণে আর্তঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা দ্বিতীয় দফা হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরবেসনাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,বুধবার সকালে সন্ত্রাসীদের হামলায় আহত আত্নীয়দের দেখতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল আসেন হাবিব বেপারি ও রাজু। রোগীদের সাথে সময় কাটিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বিকেলের দিকে চরাঞ্চলের বাড়ির উদ্যোশে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরবেসনাল জোড়া ব্রীজ সংলগ্ন মসজিদের সামনে হাবিব বেপারি ও রাজু মোটরসাইকেল নিয়ে পৌছালে সন্ত্রাসী আনোয়ার হোসেন বাবুসহ ১০/১৫জন তাদের গতিরোধ করে।ওই সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এদিকে হাবিব বেপারি জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আমার টিভিএস ফোরবি ও রাজুর সোজুকি মোটরসাইকেল দুটি নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী আনোয়ার হোসেন বাবুসহ ১০/১৫জন মুহুমুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের গতিরোধ করে।আমরা তখন মোল্লাকান্দি ইউনিয়নের চরবেসনাল জোড়া ব্রীজ সংলগ্ন মসজিদের সামনে পৌছালে সন্ত্রাসীরা আমাদের দুজনকে মারধর করে। মোটলসাইকেলে পেট্রোল ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়।
এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরবেসনাল এলাকায় স্থানীয় মাইনুউদ্দিন আখন ও আনোয়ার হোসেন বাবুসহ ২০/২২জনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে মো: এবাদুল্লাহ দেওয়ানের বাড়িতে আর্তকিত হামলা চালায়।ওই সময় অনেকে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।সন্ত্রাসীদের হামলায় মো: জাকির হোসেন সজিব,মো: এবাদুল্লাহ দেওয়ান,জেসমিন বেগম,মনির হোসেন সুজন, মুন্নী আক্তার ও নাদিয়া বেগম নামে ৬জন আহত হয়।এদিন সন্ধ্যায় একই সন্ত্রাসীরা জমি সক্রান্ত বিরোধের জের ধরে দুটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, সন্ধ্যায় দুটি মোটসাইকেল পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।সকালের হামলার ঘটনায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.