ফেব্রুয়ারী,২৩,২০২২
তুষার আহাম্মেদ,মুন্সীগঞ্জ:
চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মৃল্যবৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে প্রতিভা সংগঠনসহ স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকে “দ্রব্যমূল্য বৃদ্ধিতে, জনগন আছে অস্বস্তিতে” স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি এ মানবন্ধনে অংশ নেয় স্থানীয় প্রতিভাবান সংগঠন, মানবসেবা সংগঠন, সম্প্রীতি সামাজিক উন্নয়ন সহ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, দেশে চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ভাবে দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে করে যাচ্ছে।
এতে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের দিনযাপন সংকটে পড়েছে। এঅবস্থার পরিত্রাণ পেতে দ্রুত চাল,ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রনের মাধ্যমে, সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিনিউনিষ্ট পার্টির সাবেক শ ম কামাল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন, প্রতিভাবান সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হাসান, মানবসেবা সংগঠনের শাহরিয়ার হোসেন, সংগঠক কামরুল হাসান জাহাঙ্গীর প্রমুখ।
www.bbcsangbad24.com