দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে বেতকা এলাকায় লাশটি পাওয়া যায়।

মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল কুদ্দুস সরদার (৪৫)। তিনি বালিগাঁও গ্রামের আবদুস ছাত্তার সরদারের ছেলে। তার নামে ১৪টি মাদক ও চুরির মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার চাষিবালিগাঁও এলাকার তালতলা-গৌরগঞ্জ খালে (পদ্মার শাখা নদী) ঝাঁপ দেন ওই ব্যক্তি।

আজ শুক্রবার সকালে ঢাকা ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডুবুরি দলের নেতা আবুল খায়ের জনবানীকে বলেন, আবদুল কুদ্দুস নিখোঁজ হওয়ার খবর ৯৯৯-এর মাধ্যমে আমাদের জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চারজন ডুবুরি পর্যায়ক্রমে নদীতে নেমে ওই ব্যক্তির খোঁজ করেন। ঘটনাস্থলের এক থেকে দেড় কিলোমিটার আশপাশের অংশে খোঁজ করা হয়। অন্ধকার থাকায় উদ্ধার অভিযান সাময়িক স্থগতি করা হয়। পরে রাত দেড়টার দিকে স্থানীয় লোকজন ফোনের মাধ্যমে জানান, ঘটনাস্থল থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে বেতকা এলাকায় ওই ব্যক্তির লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে ট্রলারের মাধ্যমে লাশটি উদ্ধার করা হয়।
www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.