মুন্সীগঞ্জে পূর্বশত্রুতার জেরে হামলা নারীসহ আহত ১২

Estimated read time 1 min read

নভেম্বর,২০,২০২৪


মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ


মুন্সীগঞ্জে পূ্র্বশত্রুতার জের ধরে হামলায় নারীসহ আহত ১২ জন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সহিংসতা পূর্ণ

স্খানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনায় গত রবিবার গর্ভীর রাত ১২ টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নে সুখবাসপুর তিনসিরি এলাকায় নিরিহ পরিবারের উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ নারী ও ৪ পুরুষ সহ ১২ জনকে আহত করে প্রতিপক্ষ। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে । এঘটনায় দু পক্ষের মধ্যে নতুন করে সহিংসতার রুপ নিচ্ছে। আহতদের পরিবারের লোকজন চরম আতঙ্কিত রয়েছে ।

জানাগেছে পূ্বশত্রুতার জের ধরে গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে আহতদের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করতে থাকে হামলাকারী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নিপু হোসেন সহ তার সহযোগিতারা। এসময় প্রতিবাদ করতে বাড়ি থেকে বের হলে অর্তকিত হামলা ও মারধরের শিকার হয় হাবিবুর রহমান (২৩) নামের একযুবক। পরে তার ডাকচিৎকারের বাড়ির অন্য লোকজন বের হয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তাসলিমা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৮),মাহফুজ বেপারী (৬০), পারভিন বেগম (৫০),জান্নাত বেগম (৩২),পারভেজ বেপারি, ২৬,,হাবিবুর রহমান(২৩). মাহফুজুর রহমান (৩০)।স্বাণালী আক্তার (২২), জোনাকি বেগম (৫০) সহ ১২ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ নারী ও ৪ পুরুষকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জোনাকি বেগম ও পারভেজ বেপারি বলেন, পূর্বশত্রুতার জের ধরে নাহিদ বেপারী,নিপু হোসেন,পলাশ বেপারী ও তাদের মামাতো ভাই অরুন সহ তাদের লোকজন নিয়ে রবিবার গর্ভির রাত ১২ টার দিকে আমাদের উপর অর্তকিত হামলা চালিয়ে কুপি ও পিটিয়ে আমাদের ১২ জনকে আহত করে। পরে রাত দুইটা বাজে আমরা চিকিৎসা নিতে হাসপাতালে আসলে এখানে এসে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আমরা প্রাণ নাশের হুমকিতে আছি।

মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত নিপু হোসেন বলেন, চেকের স্বাক্ষর জালিয়াতির ঘটনা নিযে আমাদের সাথে হাফিজুর রহমান শান্ত ও পারভেজদের সাথে কথা-কাটাকাটি হয়। এর পরে আমার মামাতো ভাই অরুনকে মারধর করলে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে আমাদের পক্ষের ৫ জন গুরুতর আহত হয়েছে।

এবিষয়ে মুন্সীগঞ্জ থানার ওসি বলেন, মারামারি হয়েছে শুনেছি তবে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author