দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মুন্সীগঞ্জে প্রথমবারের মত দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্ভোধন

ডিসেম্বর,০৬,২০২২

তুষার আহাম্মেদ,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে এই প্রথমবারের মত শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলা। ৬ নভেম্বর ১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট মাঠে বাংলা একাডেমির সমন্বয়ে ও জেলা প্রশাসকের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব এইচ এম লোকমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক নূহ উল আলম লেলিন।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুল ইসলাম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক হাসান ফকরী, ঝর্না রহমান ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এ মেলায় মুন্সীগঞ্জ জেলার অর্ধশতাধিক কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ গ্রহণ করেন। এ মেলায় সরকারি ও বেসরকারি ১৩টি স্টলে স্থানীয় কবি ও সাহিত্যিকদের বই প্রদর্শন করা হয়।

সাহিত্য মেলা নিয়ে হাসান ফকরী বলেন, জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পৃষ্ঠপোষকতায় মুন্সীগঞ্জে এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে আমরা অনেক আনন্দিত। এ মেলার মাধ্যমে আমরা একে অপরের সাথে সংযুক্ত হতে পারবো। সাহিত্যকে আরো অনেক দূর এগিয়ে নিতে এই মেলার কোনো বিকল্প নেই।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.