জুন,১৪,২০২২
তুষার আহাম্মেদ,মুন্সীগঞ্জ:
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পালিত হলো বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ মঙ্গলবার(১৪ জুন)সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখা কমিটি’র উদ্যোগে ভাষা শহীদ থেকে মুক্তিযুদ্ধের শহীদ ও এযাবৎ দেশের গণতান্ত্রিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং এই সময়কালে করোনা মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের পুরাতন কাচরীস্থ মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হয়। এর আগে জেলা শিল্পকলা একাডেমির চত্বর থেকে র্যালী বের করে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে র্যালীটি শেষ হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র মুন্সীগঞ্জ জেলা সম্পাদক কমরেড শেখ মোঃ শিমুল এর নেতৃত্বে এসময় জেলা কমিটি’র সদস্য কমরেড সুব্রত কুমার দাস, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা মোঃ সজিব হোসেন, বিপ্লবী ছাত্র সংহতির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ছাত্রনেতা মোঃ সৌরভ শেখ, শেখ ফরিদ পলক, মোঃ অনিক ও মোঃ নূর হোসেন সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ মিনার প্রাঙ্গনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সীগঞ্জ জেলা সম্পাদক শেখ মোঃ শিমুল এর সভাপতিত্বে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রসঙ্গতঃ ২০০৪ সালে ওয়ার্কার্স পার্টির তৎকালীন নেতৃত্বে চরম আদর্শহীন-নীতিহীন লেজুড়বৃত্তির সুবিধাবাদী রাজনীতিকে প্রত্যাখান করে পার্টির কেন্দ্রীয় বর্তমান সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক এর নেতৃত্বে পার্টি’র নেতাকর্মীদের এক বড় অংশ আলাদা রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন এবং পার্টির বিপ্লবী সত্ত্ব ও রাজনীতিকে রক্ষা করতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গঠন করেন। ২০০৮ সালে পার্টি নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নামে নিবন্ধন লাভ করে। পার্টির নির্বাচনী প্রতীক কোদাল। ২০০৮ এর ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পার্টি তার নির্বাচনী প্রতীক কোদাল নিয়ে ৫টি আসনে অংশগ্রহণ করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি তামাশার জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ধারার অপরাপর রাজনৈতিক দলের সাথে পার্টিও বর্জন করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে পার্টি নিজস্ব কোদাল প্রতীক নিয়ে অংশগ্রহণ করে। বাম প্রগতিশীল ধারার আরো ৪টি দলও পার্টির নির্বাচনী প্রতীক কোদাল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে।
www.bbcsangbad24.com