মুন্সীগঞ্জে মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণ দাবিতে নার্সদের কর্মসূচি

Estimated read time 1 min read


সেপ্টেম্বর,১৪,২০২৪


নিজস্ব প্রতিবেদক


নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ( ১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের নিচে ‘নার্সিং ইন্সটিটিউট মুন্সীগঞ্জের সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেয়।
মানববন্ধনকারীরা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে মাকসুরা নূরের নার্সদের সঙ্গে বিরুপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না, তাই অনতিবিলম্বে এরুপ বক্তব্যের জন্য তাকে অবশ্যই সমগ্র নার্সজাতির কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে।

তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে হবে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author