মুন্সীগঞ্জে লুট হওয়া ২২টি মটরসাইকেল উদ্বার করেছে সেনাবাহিনী

Estimated read time 1 min read

আগস্ট,২২,২০২৪


বিবিসি সংবাদ ডেস্ক:


গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মুন্সীগঞ্জ থানা,সদর ট্রাফিক ও সদর ফাড়ি,পুলিশ সুপার কার্যালয়ে থেকে লুট হওয়া সরকারী/বেসরকারী ২২ টি মটরসাইকেল উদ্বার করেছে সেনাবাহিনী।

এছাড়া লুট হওয়া অস্ত্র ম্যাগজিন,৫০টি গুলাবারুদ,আলমারি, ফ্রিজ,জেনারেটর,লকার,পুলিশের পোশাক,হেলমেট,কার্যালয়ের অগ্নিনির্বাকযন্ত্র, জব্দ করা অটোরিক্সাসহ ইত্যাদি।


২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত ) হারুন অর রশিদ ও সাব ইন্সপেক্টর এনামুল হক মন্ডলকে উদ্বারকৃত এসকল মালামাল বুঝিয়ে দেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মমিনুল ইসলাম।


মুন্সীগঞ্জে দ্বায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন বলেন, বেশ কিছু মালামাল নাগরিকরা সেচ্ছায় আমাদের কাছে জমা দিয়েছেন। তাছাড়া আমরা নিজেরাও অভিযান চালিয়ে অনেক সরজ্ঞাম উদ্বার করেছে।


গেলো ১৮ আগস্ট ২১৯টি সরকারী অস্ত্র ও ৭ হাজার ৮২৫ গুলাবারুদ ফেরত ও উদ্বারের পর পুলিশকে বুঝিয়ে দেয় মুন্সীগঞ্জে নিয়োজিত সেনাবাহিনী।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author