মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম কর্মসূচি

Estimated read time 1 min read

আগস্ট,০৭,২০২৪

বিবিসি সংবাদ ডেস্ক:



নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মুন্সীগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকশ সদস্য অংশ নেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয় এ কার্যক্রম। সুপার মার্কেটের অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ ভাস্কর্যের বিভিন্ন সরঞ্জামসহ সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
এছাড়া সড়কে পড়ে থাকা গাড়ির ট্রায়ার, সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পরে কালো ব্যাগে ক্ষতিকর উপাদান ও সাদা ব্যাগে ময়লা-আবর্জনা ভরে পৌরসভার ময়লার স্তূপে রাখা হয়। এছাড়াও মুন্সীগঞ্জ পৌরসভায় সামনে থেকে সুপার মার্কেটে, কালীমন্দিরের সড়ক থেকে ডিসি পার্ক ও সুপার মার্কেট থেকে পিটি আই স্কুল পর্যন্ত সড়ক থেকে বিভিন্ন প্রকার ক্ষতিকর ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা সকলের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার জ্বালাও পোড়াও আমাদের কাম্য নয়। যারা সরকারি সম্পদ নষ্ট করেছে তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।
www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author