জানুয়ারী,১১,২০২৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবে যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক বর্তমান দিন পত্রিকার ষ্টাফ রিপোটার সাখাওয়াত হোসেন মানিকের উপর অতর্কীত হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় জেলা প্রেসক্লাবের নেতৃত্বে।
এ সময় সাংবাদিকরা বলেন, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। দোষীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি পালন করা হবে। সাংবাদিক নির্যাতন কোন ভাবে মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্বারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন মানববন্ধনে । উপস্থিত জেলা প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকরা।
আহত সাংবাদিক শাখাওয়াত হোসেন মানিকের বড় ভাই বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলে দাবী করে বলেন আমার ভাইয়ের উপর নির্মম ভাবে সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । ঘটনার তিন দিন অতিবাহত হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আমি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃজামাল মন্ডল, সহ-সভাপতি দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি এডভোকেট আবু হানিফ রানা,সহ সভাপতি আনোয়ার হোসেন,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মো: গুলজার হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল,দৈনিক প্রথম আলো জেলাপ্রতিনিধি ফয়সাল আহমেদ,জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জসিম মোল্লা,অর্থ সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ,প্রচার সম্পাদক ফরহাদ হোসেন জনি,প্রকাশনা সম্পাদক রাজ মল্লিক,কার্যকরী সদস্য সৈয়দ মাহবুবুর রহমান, আবুল কালাম,মো: মুকবুল হোসেন,দৈনিক রজত রেখার স্টাফ রিপোর্টার নাজির হোসেন,লিটন মাহমুদ, সি এন এ বাংলার নাসির উদ্দিনসহ অত্র প্রেসক্লাবের সকল সদস্য ও ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি এলাকার কয়েকশত জনগন অংশ নেয়।
www.bbcsangbad24.com