দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মুন্সীগঞ্জে ১২ বোতল ফেনসিডিলসহ শীর্ষ ৩  মাদক ব্যবসায়ী গ্রেফতার 

এপ্রিল,১৯,২০২২

তুষার আহাম্মেদ,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল ফেনসিডিল শীর্ষ মাদক ব্যবসায়ী আলী রাজসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত ১১ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকার জেলা স্টেডিয়ামের গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জ পৌরসভার খালইস্ট এলাকার আবজালুল হাদীর ছেলে আসিফ উল হাদী ওরপে (হিরশী) ৩৬, একই এলাকার মৃত কাজী ইউসুফ আলীর ছেলে কাজী গোলাম মোরশেদ লিপু (৩১) ও দক্ষিণ ইসলামপুর এলাকার আবু মিয়ার ছেলে মো. আলী রাজ (২৯)।

জেলা ডিবির (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী আলী রাজসহ তিন জনকে গ্রেফতার করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধারপূবর্ক জব্দ করা হয়েছে।আসামীদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য- গ্রেফতারকৃতদের মধ্যে আসিফ উল হাদী ওরপে হিরশীর বিরুদ্ধে ১টি, মো. আলী রাজ বিরুদ্ধে ৫ টি, কাজী গোলাম মোরশেদ লিপুর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.