জুন,০২,২০২২
তুষার আহাম্মেদ,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে ২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার আল- আমিনের স্ত্রী রুমি আক্তার (২৬), একই জেলার কোতয়ালী থানার আব্দুর রহিমের স্ত্রী সুমি আক্তার (৩০) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার জাকির হোসেনের স্ত্রী এ্যানি আক্তার (২৫)।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশ জানায় – (১ জুন) বুধবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে মুন্সীগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে মাদক পরিবহনের সময় আটক করা হয়েছে। ডিবি পুলিশ আরও জানায় – কুমিল্লা থেকে আটককৃত তিনজন গজারিয়া হয়ে নদীপথ ব্যবহার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের পথ ব্যবহার করে নারায়নগঞ্জে মাদক নিয়ে যাচ্ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল কালাম আজাদ জানান – গোপন সংবাদের ভিত্তিতে মাদক পরিবহনের সময় দুই কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
www.bbcsangbad24.com