জুলাই,১২,২০২৩
শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ –
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই ও মুক্তারপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করে ২ কোল্ড স্টোরেজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
এ সময় নিপ্পন আইস এন্ড কোল্ড স্টোরেজ ও কদম রসুল কোল্ড স্টোরেজে মনিটরিং কালে দেখা গেছে কোল্ড স্টোরেজের মালিকেরা কৃষকদের আলু হিমাগারে সংরক্ষণ করেন দলিলমূলে। মধ্যস্বত্তভোগী ব্যবসায়ীগন কৃষকের কাছ থেকে দলিলমূলে ক্রয় করেন। আলু হিমাগারে থাকা অবস্থায় ৭ থেকে ৮ বার হাত বদল হয়ে পাইকারী পর্যায়ে পৌছায় এবং একক মূল্য উল্লেখ করে কোন ক্রয়-বিক্রয় রশিদ ও রেজিষ্টার সংরক্ষণ করছে না। মধ্যস্বত্তভোগী আলু ব্যবসায়ী গন এ সকল অপরাধে নিপ্পন কোল্ড স্টোরেজকে ৫ হাজার টাকা জরিমানা ও কদম রসুল কোল্ড স্টোরেজকে ৩ হাজার টাকা জরিমানা সহ দুইটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার একটি টিম।
www.bbcsangbad24.com