দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

অক্টোবর,১৭,২০২২

আবু হানিফ রানা:

সারাদেশের ন্যায় আনন্দমূখর পরিবেশে শেষ হলো মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন শুরু হয়ে বিকাল ২টা পর্যন্ত চলে। কঠোর নিরাপত্তার মধ্য আনন্দ মূখর পরিবেশে ভোট দিতে আসেন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিধি,মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি,মীরকাদিম পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিসহ জেলার ৬ টি ্উপজেলা ও সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রনিধিরা। উক্ত জেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক জেলা পরিষদের প্রশাসক বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। যারা জনপ্রতিনিধিরে ভোটে জেলা পরিষদের সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন। মুন্সীগঞ্জ সদর উপজেলায় সাধারন সদস্য (তালা প্রতীক) ৫৩ ভোট পেয়ে আক্তারুজামান জীবন বিজয়ী, গজারিয়ায় সাইদুর রহমান (হাতী প্রতীক) ৫৬ ভোটে বিজয়ী, টংগীবাড়ি উপজেলায় আতিকুর রহমান শিল্পী (হাতী প্রতীক) ৭১ ভোট পেয়ে বিজয়ী। মহিলা সংরক্ষিত আসনে মুন্সীগঞ্জ সদর,গজারিয়া,টংগীবাড়ি উপজেলায় ( বই প্রতীকে) ৩০২ ভোট পেয়ে বিজয়ী মোর্শেদা বেগম লিপি বিজয়ী হয়েছেন।
সিজারদীখান উপজেলায় সাধারন সদস্য পদে মাসুদ লস্কর (তালা প্রতীক) ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লৌহজং উপজেলায় সিরাজুল ইসলাম মৃধা (হাতী প্রতীক) ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শ্রীনগর উপজেলায় কিসমত বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতহয়েছেন এবং লেীহজং,শ্যীনগর,সিরাজদীখান উপজেলায় সংরক্ষিত মহিলা আসনে বিপুল ভোটে নির্বচিত হয়েছেন মোছা: হেলেনা ইয়াসমিন। সকল নির্বাচনী কেন্দ্রেই শান্তিপূর্ন নির্বাচন সম্পর্ন হয়েছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.