মুন্সীগঞ্জ জেলার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষার্থীদের প্যারেড ও সাক্ষাৎকার মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষায় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি মোহাম্মদ আসলাম খান, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।
এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষা কমিটির সম্মানিত সদস্য সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মুন্সীগঞ্জ। চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নারায়ণগঞ্জ সহ অন্যান্য উধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণ এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।