জুন,২০,২০২২
বিবিসি সংবাদ ডেস্ক:
মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃসাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল ২ টা ২০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এর উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীহাট বাজারের পশ্চিম পুর্বপাশে অভিযুক্ত আসামী (১) ফরিদ হাওলাদার (৪৫) পিং মজিদ হাওলাদার সাং মুন্সীরহাট আখড়া (২) মোঃ তারিক ফকির (৫১) পিং মৃত মিন্নাত আলী ফকির সাং চর শীলমন্দি সর্ব থানা ও জেলাঃ মুন্সীগঞ্জ কে গাঁজাসহ গাঁজা সেবনরত অবস্থয় আটক পূর্বক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবংপ্রত্যেকে ১০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন ৷
www.bbcsangbad24.com