দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মুন্সীগঞ্জ-টংগীবাড়ির ধীপুরে তরুণ কৃষি উদ্দোক্তা সুমন হালদার

মে,২১,২০২৩

আবু হানিফ রানা:

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের জনগোষ্ঠীর আমিষের চাহিদা পুরনে ও যুবকদের কর্মসংস্থানের লক্ষে সুমন হালদার ব্যাপক উদ্দোগ গ্রহন করেছেন। মুক্তিযুদ্ধের গ্রুপ লিডার বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সিদ্দিক হালদারের পুত্র সুমন হালদার ধীপুরে তার বাবা চাচাদের মালিকানাধীন এক একর আশি শতাংশ জমিতে হাওলাদার মৎস খামার গড়ে তুলেছেন, ছাড়ছেন বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা। ইতোমধ্যে নিয়োগ দিয়েছেন চারজন সার্বক্ষণিক কর্মী।

এছাড়া ধীপুর চৌরাস্তা মসজিদ সংলগ্ন তাদের পারিবারিক ডোবা, নালা ধরনের অকৃষি জমি উন্নয়ন করে সেখানে হাওলাদার এগ্রো খামার গড়ে তুলছেন। উদ্দেশ্য উন্নত মানের দেশি বিদেশি জাতের গরু, ছাগল পালন করা।

সুমন হালদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের জন্য দরকার সুষম খাদ্যে বেড়ে উঠা স্মার্ট প্রজন্ম। তাদের জন্য আমাদের এই স্মার্ট খামার। আমি আপনাদের সকলের দোয়া চাই। আমি সকল তরুণ ও যুবকদের আহবান জানাই, চাকুরী না খুজে উদ্দোক্তা হই, কৃষি খামার গড়ে তুলি।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.