এপ্রিল,২৬,২০২২
বিবিসি সংবাদ ডেস্ক:
আজ বিকাল সাড়ে তিনটার সময় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন খড়িয়া গ্রামে অবস্থিত উত্তরণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত লায়লা, সভানেত্রী, পুনাক, মুন্সীগঞ্জ। আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর-২০২২ উপলক্ষ্যে ১২০ জন উত্তরন স্কুল শিক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার, আব্দুল মোমেন পিপিএম মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মুন্সীগঞ্জ। অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য ফাহমিদা তমা। অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল তানভীর হায়দার, ডিআইও-১ (ডিএসবি) মোহাম্মদ হেলাল উদ্দিন, লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
www.bbcsangbad24.com